ভাঙ্গার সাবেক উপজেলা চেয়ারম্যান কাউসার ভূঁইয়া কারাগারে

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৪:৪৯
প্রতীকী ছবি

ফরিদপুর, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস): জেলার ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কাউসার ভূঁইয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার  বিকেল ৫টায়  বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গোপনে আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের কোর্ট পরিদর্শক নাজনীন খানম জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান কাউসার ভূঁইয়া স্বেচ্ছায় আদালত হাজিরা দিতে আসেন। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে কাওসার ভূঁইয়া আত্মগোপনে ছিলেন। তিনি ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমর্থিত উপজেলা চেয়ারম্যান ছিলেন। 

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান  বলেন, কাওসার ভূঁইয়া ভাঙ্গা থানায় দুটি মামলার আসামি। একটি বিস্ফোরক আইনে অন্যটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার নামে দুটি মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় আমরা তার বিরুদ্ধে রিমান্ডের জন্য আবেদন করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের জন্য স্বর্ণ জয়ের স্বপ্ন সাদিয়ার
ইউক্রেনে বাসে রাশিয়ার ড্রোন হামলায় ৯ জন নিহত
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ২৯টি পদের লিখিত পরীক্ষা ৩১ মে
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত
সপ্তাহের শেষের দিকে জয়ের ধারা অব্যাহত রেখেছে মার্কিন শেয়ারবাজার
বাগেরহাটে কোরবানির জন্য প্রস্তুত ৮৫ হাজার ৪৮ পশু 
মাদারীপুরে পিকনিকের ট্রলার ডুবে এক যুবক নিখোঁজ
আঞ্চলিক সংকট নিয়ে আলোচনা করতে বাগদাদে আরব লীগের বৈঠক 
শিবচরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ স্থাপনের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার
১০