ভাঙ্গার সাবেক উপজেলা চেয়ারম্যান কাউসার ভূঁইয়া কারাগারে

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৪:৪৯
প্রতীকী ছবি

ফরিদপুর, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস): জেলার ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কাউসার ভূঁইয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার  বিকেল ৫টায়  বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গোপনে আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের কোর্ট পরিদর্শক নাজনীন খানম জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান কাউসার ভূঁইয়া স্বেচ্ছায় আদালত হাজিরা দিতে আসেন। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে কাওসার ভূঁইয়া আত্মগোপনে ছিলেন। তিনি ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমর্থিত উপজেলা চেয়ারম্যান ছিলেন। 

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান  বলেন, কাওসার ভূঁইয়া ভাঙ্গা থানায় দুটি মামলার আসামি। একটি বিস্ফোরক আইনে অন্যটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার নামে দুটি মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় আমরা তার বিরুদ্ধে রিমান্ডের জন্য আবেদন করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামালপুরের ইসলামপুরে বিএনপি’র লিফলেট বিতরণ ও গণসংযোগ 
কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়
রাজধানীতে ককটেলসহ ২ জন গ্রেফতার
জুলাই আন্দোলনে কারাবরণকারী সাতক্ষীরার ছাত্রদল নেতা সাজিদ আর নেই
আন্তর্জাতিকভাবে সবাইকে নিয়ে রোহিঙ্গা সংকট সমাধান করতে হবে : ফারুক-ই-আজম
বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ-গণসংযোগ করেছে লাকসাম বিএনপি
নড়াইলে প্রতিমায় শেষ তুলির আঁচড়ে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১৯ জন হাসপাতালে ভর্তি
পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় বার্সেলোনার
ফ্যাসিবাদ পতনে নেতৃত্বদানকারী তরুণরা দেশ পরিচালনার দায়িত্ব নেবে : গোলাম পরওয়ার
১০