বিদেশি শিল্পী আনা নিরুৎসাহিত করতেই ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টের আয়োজন করা হয়: তারেক রহমান

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০০:০২

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মাটিতে বিদেশি শিল্পী আনা নিরুৎসাহিত করতেই গত ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক কনসার্টের আয়োজন করা হয়েছে।

এ কনসার্ট আয়োজনের নেপথ্যের ঘটনা বর্ণনা করে তিনি বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচারের টানা ১৫ বছরের শাসনামলে কিছু হলেই পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ থেকে শিল্পী আনা হতো। সে সময় ওই সরকারের মন্ত্রী-এমপি'রা মাটিতে গেড়ে বসে তা দেখেছে।

চব্বিশের ৫ আগস্ট পট পরিবর্তনের পর একদিন নাস্তার টেবিলে বসে টিভিতে দেখলাম, বাংলাদেশ এসে একজন পাকিস্তানি শিল্পী বলছেন তিনি আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা প্রদানের অর্থ সংগ্রহে বিনা পয়সায় অনুষ্ঠান করতে এসেছেন।

তারেক রহমান পাকিস্তানি ওই শিল্পীর প্রসঙ্গ টেনে বলেন ওই সময় বিপিএল (ক্রিকেট) চলছিল। তিনি বলেন, ‘পরে আমি জানতে পারলাম পাকিস্তানি শিল্পী বিপিএল অনুষ্ঠান করে সাড়ে তিন কোটি টাকা নিয়েছেন ।’

আজ বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ কমিটির উদ্যোগে একই সময়ে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ‘রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা ও জনসম্পৃক্ততা’ কর্মশালায় এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রত্যেকটি জেলায় আলাদা আলাদা নিজস্ব কিছু কৃষ্টি ও সংস্কৃতি আছে। এ ছাড়া প্রত্যেক জেলায় পর্যটন সংক্রান্তও কিছু না কিছু আছে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে ‘দিল্লি এবং ইসলামাবাদ’ উভয়কেই কীভাবে পরিহার করা যায়- সেই চিন্তা থেকেই ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক কনসার্টের আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়ে এই কনসার্টে শুধু রক বা ব্যান্ড দল নয় বরং আধুনিক, বাউল, ভাটিয়ালি, মরমীসহ বিভিন্ন সংগীতের সমন্বিত এক রূপের প্রতিফলন ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেলো
মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
১০