মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের আপিল শুনানির জন্য আগ্রহী আইনজীবীদের আবেদন আহ্বান

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৭:৪৯
ফাইল ছবি

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস): কারাগারে আটক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের আপিল শুনানির জন্য আগ্রহী আইনজীবীরা আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে আপিল বিভাগের রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদন জমা দিতে পারবেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ মো. আমীনুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (আপিল বিভাগ) রুলস, ১৯৮৮ এর অর্ডার ২৪, রুল ৬ মোতাবেক আইনজীবী মনোনয়নের সুবিধার্থে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুতকরণের নিমিত্তে দরখাস্ত আহ্বান করা হয়েছে। বিধান অনুসারে কারাগারে আটক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি কারা কর্তৃপক্ষের মাধ্যমে তার সাজার বিরুদ্ধে আপিলের অনুমতির আবেদন আপিল বিভাগের রেজিস্ট্রারের কাছে প্রেরণ করতে পারবেন। আবেদনটি কারা কর্তৃপক্ষের নিকট থেকে পাওয়ার সাথে সাথে রেজিস্ট্রার, আদালতে আবেদনটি দাখিল/গ্রহণ করা হয়েছে মর্মে সরকারকে অবহিত করবেন এবং এরপর মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত থাকবে। প্রয়োজনীয় নথিপত্র পাওয়া মাত্রই আপিল বিভাগের রেজিস্ট্রার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবীগণের তালিকা থেকে একজন আইনজীবী নিয়োগ করবেন এবং আবেদনটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আবেদনের প্রেক্ষিতে দায়েরকৃত মামলা পরিচালনায় আগ্রহী আইনজীবীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করার বিষয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি আদেশ প্রদান করেছেন। বিধান অনুসারে আইনজীবীদের মনোনয়ন প্রদানের সুবিধার্থে একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুতের প্রয়োজনে আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। আগ্রহী আইনজীবীরা আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে আপিল বিভাগের রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদন জমা দিতে পারবেন। এ বিষয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এআই নিয়ন্ত্রণে ‘বিশ্বব্যাপী যৌথ উদ্যোগের’ তাগিদ জাতিসংঘের প্রযুক্তি প্রধানের
৭১ কর্মকর্তাকে বদলি করেছে ইসি 
হবিগঞ্জের সাবেক ডিসি এডিসিসহ ৪ কর্মকর্তার কারাদণ্ড
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ১১ ইউনিয়ন বিএনপির সম্মেলন 
জুলাই আন্দোলনের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই : ফরিদা আখতার
চট্টগ্রামে চোরাই সিএনজিসহ চোরচক্রের ২ সদস্য গ্রেপ্তার
নরসিংদীতে খাদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
চট্টগ্রামে চোরাই সিএনজিসহ চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
১০