রিমান্ড শেষে সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর কারাগারে

বাসস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১২
সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ফাইল ছবি

ঢাকা, ২ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুরে হকার সাগর হত্যা মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

ছয় দিনের রিমান্ড শেষে আজ ডা. এনামুরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপর দিকে আসামির আইনজীবী জামিনের জন্য আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ২৬ জানুয়ারি  দিবাগত রাতে ডা. এনামুরকে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেফতার করে পুুলিশ। পরের দিন ২৭ জানুয়ারি এ মামলায় তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্ত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। একই দিন বিকেল ৪ টায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় গত ২৭ নভেম্বর মিরপুর মডেল থানায় হত্যা মামলা করা হয়। মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জনকে আসামি করা হয়েছে। এ মামলার ৩০ নং এজাহার নামীয় আসামি ডা. এনামুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেলো
মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
১০