এবি পার্টির রাজনীতিই হচ্ছে রাষ্ট্র মেরামত রাজনীতি : মঞ্জু

বাসস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১১ আপডেট: : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৩
রোববার বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি : বাসস

ঢাকা, ২ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : আজ আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নবগঠিত সম্পাদকীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, এবি পার্টির রাজনীতিই হচ্ছে রাষ্ট্র মেরামত রাজনীতি।

তিনি বলেন, ‘আমরা সম্পাদকীয় কমিটি গঠন করেছি অনেকটা শ্যাডো মন্ত্রণালয়ের আদলে। যার ফলে নাগরিকের অধিকার প্রতিষ্ঠা, দেশের স্বার্থে জাতীয় ঐক্যমত তৈরি এবং নতুন রাজনীতি সম্পর্কে জনগণের মাঝে সুস্পষ্ট ধারণা সৃষ্টি করতে পারাই নবগঠিত সম্পাদকদের জন্য বড় চ্যালেঞ্জ।’

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুক, লে. কর্ণেল (অব.) হেলাল উদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা।

অভিষেক অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের নিকট জনগণের ব্যাপক আকাঙ্ক্ষা ছিলো। বিশেষ করে গণহত্যার বিচার, সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃংখলা পরিস্থতির উন্নতিসহ নানা বিষয় এখনও উল্লেখযোগ্য কোনো উন্নতি পরিলক্ষিত হচ্ছে না বরং ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনের ঐক্য আস্তে আস্তে বিনষ্ট করছে।

একটি কঠিন রাজনৈতিক পরিস্থিতি ও করোনার মধ্যে যখন মানুষ ঘর থেকে বের হতে পারেনি সেই ধরনের জটিল পরিস্থিতিতে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি) নামক রাজনৈতিক দল গঠিত হয়েছিল উল্লেখ করে মঞ্জু বলেন, ‘আমরা সারাদেশের মানুষের মাঝে ঘুরে ঘুরে সংগঠন তৈরির প্রচেষ্টা চালিয়েছি।’

ফ্যাসিবাদী সরকারের পতন আন্দোলন করতে গিয়ে এবি পার্টির অফিসে গুলি চালানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকতে গিয়ে আমাদের অনেক ভাই-বোনদের অনেক কষ্ট করতে হয়েছে, জেলে যেতে হয়েছে। নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা একটি সফল কাউন্সিল করতে পেরেছি। কাউন্সিলের পর আমার বাংলাদেশ পার্টির পুনর্জন্ম হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামালপুরের ইসলামপুরে বিএনপি’র লিফলেট বিতরণ ও গণসংযোগ 
কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়
রাজধানীতে ককটেলসহ ২ জন গ্রেফতার
জুলাই আন্দোলনে কারাবরণকারী সাতক্ষীরার ছাত্রদল নেতা সাজিদ আর নেই
আন্তর্জাতিকভাবে সবাইকে নিয়ে রোহিঙ্গা সংকট সমাধান করতে হবে : ফারুক-ই-আজম
বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ-গণসংযোগ করেছে লাকসাম বিএনপি
নড়াইলে প্রতিমায় শেষ তুলির আঁচড়ে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১৯ জন হাসপাতালে ভর্তি
পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় বার্সেলোনার
ফ্যাসিবাদ পতনে নেতৃত্বদানকারী তরুণরা দেশ পরিচালনার দায়িত্ব নেবে : গোলাম পরওয়ার
১০