বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৩

৮ জেলায় বায়ুদূষণ ও পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ১৭ লাখ টাকা জরিমানা

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : দেশের আট জেলায় বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট চালিয়ে ১৭ লাখ টাকা জরিমানা, ৪টি ইটভাটা বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে বাগেরহাট, রংপুর, কিশোরগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, মানিকগঞ্জ ও পঞ্চগড় জেলায় ৯টি মোবাইল কোর্ট চালানো হয়।

২০টি মামলার মাধ্যমে তের লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৫টি ইটভাটা বন্ধের নির্দেশ দেয়া হয়। বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে নারায়ণগঞ্জ ও ঢাকা মহানগরের বনানী ও মালিবাগ এলাকায় ৩টি মোবাইল কোর্ট চালানো হয়। ১০টি মামলার মাধ্যমে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়। চট্টগ্রাম, নীলফামারী ও বাগেরহাট জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৫টি মামলার মাধ্যমে পনের হাজার নয়শত টাকা জরিমানা আদায় করা হয়। সমগ্র দেশে আনুমানিক ৩০৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন দোকান মালিককে নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার সতর্কবার্তা দেওয়া হয়। যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ঢাকা মহানগরের পল্লবীতে মোবাইল কোর্ট পরিচালনা করে। ৪টি মামলার মাধ্যমে নয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১০টি পরিবহনের চালককে সতর্ক করা হয়।