ফেনীতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার মাসুদের পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন তারেক রহমান

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৩ আপডেট: : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৩
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা শহিদ মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন।

আগামী বুধবার ফেনীর সোনাগাজী সাবের পাইলট হাইস্কুলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে চাবি হস্তান্তর করা হবে। ‘আমরা বিএনপি পরিবার’র প্রতিনিধি দলটি তারেক রহমানের পক্ষে শহিদ মাসুদের পরিবারের কাছে বাড়ির চাবি হস্তান্তর করবেন।

এ উপলক্ষে চর-চান্দিয়ায় আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ ছাড়াও, বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও আব্দুল আওয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা, সদস্য সচিব ও অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

অনুষ্ঠানে ফেনী, নোয়াখালী ও লক্ষীপুরে চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে এবং এ আন্দোলনের চূড়ান্ত রূপ গণঅভ্যুত্থানে যারা নিহত (শহিদ) হন, সেসব শহিদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হবে।

এসময় চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর জেলা বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা মাসুদকে পুলিশ প্রায় এক দশক আগে ২০১৬ সালে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় ধরে নিয়ে যায়।

তিনি পুলিশের অত্যাচার-নির্যাতনের কারণে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু তবুও পুলিশ তাকে ছেড়ে দেয়নি। তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন। তাকে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় ক্রসফায়ার দেয়া হয়।

বর্তমানে মাসুদের স্ত্রী নবম শ্রেণিতে পড়ুয়া একটি কন্যা সন্তান নিয়ে অসহায় অবস্থায় জীবনযাপন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়
রাজধানীতে ককটেলসহ ২ জন গ্রেফতার
জুলাই আন্দোলনে কারাবরণকারী সাতক্ষীরার ছাত্রদল নেতা সাজিদ আর নেই
আন্তর্জাতিকভাবে সবাইকে নিয়ে রোহিঙ্গা সংকট সমাধান করতে হবে : ফারুক-ই-আজম
বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ-গণসংযোগ করেছে লাকসাম বিএনপি
নড়াইলে প্রতিমায় শেষ তুলির আঁচড়ে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১৯ জন হাসপাতালে ভর্তি
পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় বার্সেলোনার
ফ্যাসিবাদ পতনে নেতৃত্বদানকারী তরুণরা দেশ পরিচালনার দায়িত্ব নেবে : গোলাম পরওয়ার
পর্যটন শিল্পের উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধান উপদেষ্টা
১০