দুদকের মামলায় গ্রেফতার সাবেক সচিব মুহিবুল ও গাড়িচালক আবেদ আলী

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৩
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো.মহিবুল হক । ফাইল ছবি

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : দুদকের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মহিবুল হক এবং প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত পিএসসি’র সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনকে।

আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে  তাদের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে ২৮ জানুয়ারি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালতে এ আবেদন করে দুদক। মহিবুল হককে তিনটি ও আবেদ আলী জীবনকে একটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। 

আবেদনের পরিপ্রেক্ষিতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে এ বিষয়ে আজ আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।

মহিবুলকে গ্রেফতার দেখানোর আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস.এম রাশেদুল হাসান। আবেদ আলীকে গ্রেফতার দেখানোর আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক আল আমিন।

আবেদনে বলা হয়, আসামি মহিবুল হক পল্টন, নিউমার্কেট ও ধানমন্ডি থানার তিন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক আছেন। তাকে দুদকের মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন। অন্যদিকে আবেদ আলী জীবন পল্টন থানার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক আছেন। তাকে দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেফতার করা প্রয়োজন।

গত ২০ নভেম্বর রাত ১১টার দিকে রাজধানীর মহাখালীর ডিওএইচএস থেকে মহিবুলকে এবং গত ৮ জুলাই রাজধানী থেকে আবেদ আলীক গ্রেফতার করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে ৮৪ রান বাংলাদেশের
বিএনপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন
কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত ও যৌন হয়রানি প্রতিরোধে সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্তির সুপারিশ
চাঁদপুরে আগুনে পুড়েছে ১১ ব্যবসা প্রতিষ্ঠান
১০