গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হটবে না : শামসুজ্জামান দুদু

বাসস
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫২
রোববার ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : বাসস

ঠাকুরগাঁও, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি সবসময় চ্যালেঞ্জ নেওয়ার দল। যেকোনো বিরূপ মুহূর্তেও বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। গণতন্ত্রের জন্য যত রক্ত লাগে, যত প্রাণ দিতে হয় বিএনপি দিতে প্রস্তুত। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হঠবেনা। বিএনপিকে নিয়ে কেউ টানাটানি করুক তাও আমরা চাই না।   

আজ রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা পাবলিক ক্লাব মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, শেখ পরিবারের উদ্দেশে গত ১৭ বছর ধরে বলছি আর বলতে ইচ্ছা করে না। হাসিনার বাপ চোর,  ভাই চোর,  ছেলে মেয়ে সকলেই চোর। দেশের এমন কোন ব্যাংক নেই, যে ব্যাংক থেকে এ পরিবার চুরি করেনি। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের এমপি, মন্ত্রী থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত তদন্ত করবে।

কোন রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, বিএনপি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে একটি জনপ্রিয় রাজনৈতিক ধল। নির্বাচনে বিএনপিই ক্ষমতায় আসবে বুঝতে পেরে তাদের সহ্য হয়না। যদি ইসলামের অপব্যাখ্যা না করেন তবে আপনাদের জন্য বিএনপির দরজা সব সময়ের জন্য খোলা আছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর্জা ফয়সল আমীনের সভাপতিতে সমাবেশে আরও বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলামসহ জেলা নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০