উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০০:০৭

ঢাকা (উত্তর), ২০ এপ্রিল, ২০২৫ (বাসস): উত্তরা হাউজ বিল্ডিং ফ্লাইওভারের নিচে ছিনতাইয়ের নগদ টাকাসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাইয়ের শিকার ব্যক্তির নাম মোহাম্মদ দুলাল (৩৮), তিনি পার্শ্ববর্তী টঙ্গী বাজারে মসলার ব্যবসা করেন। আজ রোববার দুপুরে পুলিশ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।  

পুলিশ জানায়, আজ দুপুরে উত্তরা বিএনএস সেন্টারের বিপরীত পার্শ্বে অবস্থিত জাফরান রেস্টুরেন্টে পাওনা টাকা সংগ্রহ করে ৬ নম্বর সেক্টর এর ফ্লাইওভার এর নিচে সিএনজি অটোরিকশার নিকট পৌঁছামাত্র ব্যবসায়ী মোহাম্মদ দুলালকে মারধর শুরু করে আগে থেকে ওঁৎ পেতে থাকা ২ ছিনতাইকারী। মারধর করে তার সঙ্গে থাকা দুই লক্ষ ৭৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। 

তখন ভিকটিমের চিৎকার ও হৈচৈ ডিউটিরত টহল টিমের নজরে আসলে তারা ধাওয়া করে আধা ঘন্টার মধ্যে এক ছিনতাইকারী মো. ফরিদুল ইসলাম (৩৮) কে আটক করতে সক্ষম হন। তার দেহ তল্লাশি করে লুন্ঠিত দেড় লক্ষ টাকা উদ্ধার করেন। সেই সাথে ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজিও আাটক করেন। বাকী টাকা নিয়ে অন্য ছিনতাইকারী পালিয়ে যায়। 

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ বাসস’কে বলেন, বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০