ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস): জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্তদের বিচার, সংস্কার ও স্থানীয় সরকারের ভোট আয়োজনের দাবি জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী আজ এক বিবৃতিতে এ দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, শহীদদের রক্তের দায় কোনো অবস্থাতেই ক্ষমা করা যায় না। আওয়ামী লীগের বিচার করেই শহীদদের রক্তের ঋণশোধ করতে হবে। কোন রাজনীতি, কোন অজুহাত বা কোনো কূটকৌশলে শহীদদের রক্ত ও জীবনকে বিক্রি করে দিলে ইতিহাস তাদের ক্ষমা করে না।
তারা বলেন, রক্তের দায় যারা অস্বীকার করে তাদের শাস্তি ভোগ করতেই হয়। তাই বিগত বছরগুলোতে যারা হত্যা, গুম, জুলুম ও নিপীড়নের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বিচার করতেই হবে এবং আগামীতে যেন কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে সেজন্য রাষ্ট্র সংস্কার করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে দ্রুত নির্বাচন দিতে হবে।