সাবেক সংসদ সদস্য শাহে আলম তালুকদারের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৬

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে বরিশাল-২ (উজিরপুর- বানারীপাড়া)  আসনের সাবেক সংসদ সদস্য শাহে আলম তালুকদারের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন আজ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, শাহে আলম তালুকদার পাবলিক সার্ভেন্ট হিসেবে কর্মরত অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ১ কোটি ৭৮ লাখ ৫৮ হাজার ৪৭০ টাকা মূল্যের সম্পদ অর্জন করে ও তা নিজ ভোগ দখলে রাখেন। এছাড়া ১২ টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ২৫ কোটি ৬৪ লাখ ৩৩ হাজার ৭৭২ টাকার সন্দেহজনক লেনদেন থাকায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা: মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, শাহে আলম তালুকদারের স্ত্রী আতিয়া আলম মিলির ৫৫ লাখ ৭৫ হাজার ৯৯৩ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রতীয়মান হওয়ায় এবং তার নামে আরও সম্পদ রয়েছে কী-না এবং সম্পদের উৎসসমূহের সঠিকতা যাচাই করার জন্য তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারীর সিদ্ধান্ত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০