জলাবদ্ধতা নিরসনে খাল, জলাশয় পুনরুদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খনন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৯
রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে বক্তব্য দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : পিআইডি

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঢাকা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে খাল, জলাশয় পুনরুদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খনন সংক্রান্ত ২য় আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (নগর ভবন) বুড়িগঙ্গা হল-এ স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এ ছাড়াও সভায় পানি সম্পদ সচিব নাজমুল আহসান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়াসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

এতে আরও জানানো হয়, সভায় নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, চলমান কার্যক্রমের মধ্যে ব্লু নেটওয়ার্কের আওতায় ১৯ টি খালের মধ্যে একযোগে ৬টি খাল পুনরুদ্ধার কার্যক্রম, ঢাকা শহরের অভ্যন্তরস্থ ও চারপাশের সকল জলাধার ব্যবস্থাপনা ও পুনরুদ্ধারের মাধ্যমে নগর জীবনের পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, সিটি কর্পোরেশন খাল খননের ফলে সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব পালন, কড়াইল বস্তি এলাকার অবশিষ্ট অংশে রাজউকের ওয়াকওয়ে নির্মাণের ব্যবস্থা গ্রহণ, মনিটরিং কমিটি গঠন এবং কমিটি কর্তৃক খাল পরিষ্কার, পুনরুদ্ধার, খনন কার্যক্রমের প্রতিবেদন নিয়মিত মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সভায় জানানো হয়, মান্ডা খাল থেকে ইতোমধ্যে মোট চার হাজার টন বর্জ্য ও স্লাজ অপসারণ করা হয়েছে এবং ২৬ হাজার টন বর্জ্য ও ১ লাখ ২৪ হাজার ৭শ’ ঘনমিটার পলি অপসারণের কর্মপরিকল্পনা রয়েছে।

মান্ডা খাল থেকে এ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব পরিচ্ছন্ন কর্মী ও শ্রমিকের মাধ্যমে প্রায় এক হাজার নয়শত একাত্তর টন বর্জ্য অথবা স্লাজ অপসারণ করা হয়েছে। কালুনগর খাল থেকে ইতোমধ্যে মোট ৬ হাজার টন বর্জ্য ও ১৬ হাজার ৮শ’ ৬১ ঘনমিটার পলি অপসারণ করা হয়েছে এবং আরও ২ হাজার ৫শ’ টন বর্জ্য ও ১৬ হাজার ১৩৯ ঘনমিটার পলি অপসারণের কর্মপরিকল্পনা রয়েছে। খাল পরিষ্কার ও খননের পাশাপাশি খালের পাড় ও পার্শ্ববর্তী আবাসিক ভবন সংরক্ষণের জন্য রিটেনিং ওয়াল নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

এ ছাড়াও স্থানীয় নাগরিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় মসজিদ ও ধর্মীয় উপাসনাল, স্কুল, কলেজে ব্যাপক প্রচার প্রচারণা চালানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রূপনগর খাল এবং বাউনিয়া খাল থেকে এ পর্যন্ত প্রায় দুই হাজার টন বর্জ্য অথবা স্লাজ অপসারণ করা হয়েছে বলেও সভায় জানানো হয়।

সভায় আরও উল্লেখ করা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৩ এর আওতাধীন ২২নং ওয়ার্ডের রামপুরা ব্রিজ সংলগ্ন রামপুরা-ইটাখোলা খাল প্রতিদিন ২৫ থেকে ৩০ জন পরিচ্ছন্নতাকর্মীর মাধ্যমে পরিস্কার করার কার্যক্রম চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০