ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ওষুধ প্রস্তুতকারী সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) কাঁচামাল ক্রয়ে অনিয়ম, অবৈধ আর্থিক লেনদেন ও প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জনবল নিয়োগ দিয়ে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগ অভিযান পরিচালনা করেছে দুর্নীতি কমিশন (দুদক)।
দুদকের উপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানান, দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে আজ এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায় প্রতিষ্ঠানটির ২ জন কর্মকর্তা সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে নিজেরা কোম্পানি খুলে উক্ত প্রতিষ্ঠানে মালামাল সরবরাহ করায় ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে চাকরিবিধি মাতাবেক পদক্ষেপ গ্রহণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়াও, অভিযোগে বর্ণিত নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রাথমিক সত্যতা রয়েছে বলে অভিযানকালে টিমের কাছে প্রতীয়মান হয়।
দুদক টিম প্রাথমিক তথ্য পর্যালোচনায় জানতে পারে, বেশ কয়েকজন কর্মচারীকে শুধু মৌখিক পরীক্ষা নিয়েই ইডিসিএল-এ চাকরি দেয়া হয়েছে। এছাড়া বিধিবহির্ভূতভাবে বাইরের কোম্পানি থেকেও ওষুধ উৎপাদন করা হয় বলে অভিযানকালে তথ্য পায় টিম। অভিযানকালে সংগৃহীত তথ্যাবলি বিস্তারিতভাবে যাচাইপূর্বক প্রাপ্ত অনিয়মসমূহের বিষয়ে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।
এ ছাড়া দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ কেন্দ্রের টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের দিনাজপুর জেলা কার্যালয় থেকে আজ অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এনফোর্সমেন্ট টিম প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে এবং সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করে।
পরবর্তীতে টিম ফেব্রিক্স ইন্সপেকশন মেশিন, পিএলসি মেশিন, ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড, কম্পিউটার, প্লাম্বিং ট্রেডের বিভিন্ন কাঁচামাল সরেজমিনে পরিদর্শন করে এবং প্রশিক্ষণার্থীদের কাছে আদায়কৃত ভর্তি ও পরীক্ষা ফি বাবদ টাকা খরচের নীতিমালা পর্যালোচনা করে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা, সরেজমিনে পরিদর্শন ও সংশ্লিষ্টদের বক্তব্যের আলোকে অভিযোগসমূহের প্রাথমিক সত্যতা রয়েছে বলে টিমের কাছে প্রতীয়মান হয়।
এদিকে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের পাসপোর্ট সেবা প্রদানে হয়রানি ও ঘুষ গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
টিমের সদস্যরা প্রথমে ছদ্মবেশে সেবাগ্রহীতা সেজে অফিসের পাশে অবস্থিত বিভিন্ন কম্পিউটার দোকানদার এবং অফিসে কর্মরত আনসার সদস্যদের সাথে কথা বলে। অভিযানকালে টিম হয়রানির মাধ্যমে অনৈতিক আর্থিক লেনদেনে আনসার সদস্যদের সম্পৃক্ততার প্রমাণ পায় এবং ৩ জন দালালকে আটক করে।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদেরকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। দুদক টিমের সুপারিশের প্রেক্ষিতে জড়িত আনসার সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।