আওয়ামী লীগের নির্যাতনের কথা বলে শেষ করা যাবে না: হাবিব উন-নবী সোহেল

বাসস
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৪
বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল। ছবি: সংগৃহীত
বান্দরবান, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৬ বছর দেশে নৈরাজ্য করেছে। তাদের নির্যাতনের কথা বলে শেষ করা যাবে না। বান্দরবান জেলা বিএনপির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, পার্বত্য এলাকার ১১টি পাহাড়ী জাতিগোষ্ঠীর পাশাপাশি বাঙালি সবাই মিলে বসবাস করছি। আমরা সবাই বাংলাদেশী, আমাদের ভোটের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আজ বান্দরবান রাজার মাঠে জেলা বিএনপি আয়োজিত মহাসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। মহাসমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম প্রধান বক্তা ছিলেন। বান্দরবান জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরীর সভাপতিত্বে এতে দলের জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হারুন-অর—রশিদ (ভিপি হারুন), সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির উপজাতি বিষয়ক সম্পাদক মিসেস মাম্যাচিং এবং বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক মো.ওসমান গণি বক্তব্য রাখেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০