বিএনপি’র বর্ধিত সভা উপলক্ষে জাতীয় সংসদ ভবনের এলডি হল ও তৎসংলগ্ন এলাকা পরিদর্শন করেন সভা বাস্তবায়ন কমিটি। ছবি: বাসস
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র বর্ধিত সভা উপলক্ষে জাতীয় সংসদ ভবনের এলডি হল ও তৎসংলগ্ন এলাকা পরিদর্শন করেন সভা বাস্তবায়ন কমিটি।
আগামী ২৭ ফেব্রুয়ারি বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। আজ সোমবার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল ও তৎসংলগ্ন এলাকা পরিদর্শন করেন ‘বর্ধিত সভা বাস্তবায়ন উপ-কমিটি’র সব আহ্বায়ক ও সদস্যবৃন্দ।
২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নির্বাহী কমিটির সভার পর এটিই বিএনপির সবচেয়ে সাংগঠনিক সভা।
বর্ধিত সভা বিএনপি’র বর্ধিত সভা উপলক্ষে জাতীয় সংসদ ভবনের এলডি হল ও তৎসংলগ্ন এলাকা পরিদর্শন করেন সভা বাস্তবায়ন কমিটি। কমিটির আহ্বায়ক করা হয়েছে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, অভ্যর্থনা কমিটির আহ্বায়ক হাবিব উন নবী খান সোহেল, সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী, আপ্যায়ন কমিটির আহ্বায়ক এম রশিদুজ্জামান মিল্লাত, শৃঙ্খলা কমিটির আহ্বায়ক সুলতান সালাউদ্দিন টুকু, মিডিয়া কমিটির আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল ও চিকিৎসা সেবা কমিটির আহ্বায়ক করা হয়েছে ডা. রফিকুল ইসলামকে।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সুলতান সালাউদ্দিন টুকুসহ কমিটির সদস্যগণ আজ সভাস্থল পরিদর্শন করেন।