প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে গ্রহণযোগ্য সময়সীমার মধ্যে নির্বাচন করতে হবে 

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৪
রোববার জমিয়তে উলামায়ে ইসলামের কার্যালয়ে এবি পার্টির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : এবি পার্টি ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে গ্রহণযোগ্য সময়সীমার মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আমন্ত্রণে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) একটি প্রতিনিধিদলের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক এক বৈঠকে এসব কথা বলা হয়। রোববার জমিয়তে উলামায়ে ইসলামের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী'র সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ভাইস চেয়ারম্যান লে: কর্ণেল (অব.) হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, এবিএম খালিদ হাসান, মোঃ আলতাফ হোসাইন, ব্যারিস্টার সানী আব্দুল হক, শাহাদাতুল্লাহ টুটুল, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আবু হেলাল ও সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ উপস্থিত ছিলেন। 

অপর দিকে জমিয়তের পক্ষ থেকে দলের সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্মমহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করার পর এ আহ্বান জানানো হয়েছে। এছাড়াও তারা আসন্ন মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার প্রতি সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০