আবদুল্লাহ আল নোমানের বাসায় মির্জা ফখরুল, শোক প্রকাশ

বাসস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৮

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকাল সাড়ে ১১ টায় মরহুম আবদুল্লাহ আল নোমানের ধানমন্ডির বাসায় যান। তিনি মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন ও রুহের শান্তি কামনায় মোনাজাত করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হেসেন জিল্লুর রহমানসহ বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ ধানমন্ডির বাসায় গিয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

মরহুমের একমাত্র পুত্র সাঈদ আল নোমান দুবাই থেকে সকাল ১১ টায় ঢাকায় পৌঁছেছেন। একমাত্র মেয়ে আমেরিকা অবস্থান করছেন।

আজ বাদ জোহর ধানমন্ডি ঈদগাহ মাঠে প্রথম নামাজে জানাজা ও বাদ আছর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রামে নিয়ে যাবার সিদ্ধান্ত হয়েছে। তবে চট্টগ্রামের জানাজার সময় এখনো নির্ধারণ করা হয়নি।

এদিকে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আবদুল্লাহ আল নোমান কে তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানের গহিরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০