ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে ভাসানী অনুসারী পরিষদের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম গভীর শোক প্রকাশ করে বলেন, মরহুম আব্দুল্লাহ আল নোমান ছিলেন মজলুম জননেতা মওলানা ভাসানীর একান্ত অনুসারী। সুস্থ থাকাকালীন তিনি ভাসানী অনুসারী পরিষদের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করতেন, পাশাপাশি পরিষদের নেতৃবৃন্দকে সাংগঠনিক বিষয়ে নানা পরামর্শ দেয়ায় সংগঠন সমৃদ্ধ হয়েছে। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনের একজন সৎ ন্যায় পরায়ন ও যোগ্যতাসম্পন্ন গণমানুষের নেতাকে হারালো। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।