নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছে বিএনপি : আলাল

বাসস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২০
আজ পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে শহরের আলাউদ্দিন শিশু পার্কে আয়োজিত সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি: বাসস

পটুয়াখালী, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): নতুন রাজনৈতিক দলকে বিএনপি স্বাগত জানিয়েছে।  

আজ মঙ্গলবার বিকেল ৪টায় জেলা বিএনপির উদ্যোগে শহরের আলাউদ্দিন শিশু পার্কে আয়োজিত সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল একথা বলেন।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, অবনতিশীল অইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণ, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, রাষ্ট্রে কথিত ফ্যাসিবাদের চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে পটুয়াখালী জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আগামী শুক্রবার নতুন দলের ঘোষণা আসছে, তাদেরকে আমরা স্বাগত জানাই। জুলাই আগস্ট অভ্যুত্থানে আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আপনারা মানুষের কাছে যাবেন মানুষ আপনাদের বিবেচনায় নেবে। সেই ফলাফলের অপেক্ষায় থাকতে হবে। এর আগে কোন কিছুকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল নয়।

তিনি আরও বলেন, পাথরের সঙ্গে মাথা ঠুকলে পাথর ভাঙ্গে না নিজের মাথা ভেঙ্গে যায়। অতএব বিএনপির সঙ্গে ঠোকাঠুকি করতে আসবেন না।

আলাল বলেন, আগামী নির্বাচন বিএনপির জন্য একটি কঠিন পরীক্ষার দিন। নির্বাচন এত সহজ না। অনেকগুলো দল অনেকগুলো শক্তি এবং অপশক্তি মিলে বিএনপিকে ঠেকানোর জন্য চেষ্টা করছে। যদি নিজেদের মধ্যে ভাতৃত্ববোধ বন্ধুত্ব এবং সৌহার্দ্য দৃঢ় করতে না পারেন ফ্যাসিস্ট সরকারের অনুচররা আপনাদের মধ্যে ঢুকে যেতে পারে।

জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্ন মিয়ার সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারেফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন, সদস্য হাসান মামুন, সদস্য ইঞ্জি. এ.কে.এম ফারুক আহমেদ তালুকদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০