ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে পিলখানা হত্যাকাণ্ড : আবদুল্লাহ মোহাম্মদ তাহের

বাসস
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১০
মঙ্গলবার রাজধানীতে বক্তব্য দেন জামায়াত নেতা ও সাবেক এমপি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : বাসস

ঢাকা (উত্তর), ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে স্বাধীন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে। ভারত আওয়ামী লীগকে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় রাখার স্বপ্ন দেখিয়ে তাদের মদদে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। ওই হত্যাকাণ্ড পরিচালিত করেছে ভারতীয় আজ্ঞাবহ বিডিআর জোয়ানেরা। কিন্তু তাদের কোন বিচার না করে নিরপরাধ বিডিআর সদস্যদের আটক করে বিচারের নামে অবিচার করে দণ্ড দিয়েছে, চাকরিচ্যুত করেছে।

আজ মঙ্গলবার বিকেলে ২০০৯ সালে পিলখানায় দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের নৃশংস হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি অন্তবর্তীকালীন সরকার গঠিত পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান।

বিএনপিসহ সকল দলকে পাঁচ বিষয়ে ঐক্যমত হয়ে জাতির সামনে শপথ করার আহ্বান জানিয়ে ডা. তাহের বলেন, স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষায় নো কম্প্রোমাইজ, দুর্নীতি-চাঁদাবাজি-সন্ত্রাসীর বিরুদ্ধে জিরো টলারেন্স, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ, জাতীয় স্বার্থে এক ও অভিন্ন, দেশের উন্নয়নের জন্য দলের চেয়ে দেশ বড় নীতি অবলম্বন এই পাঁচ বিষয়ে ঐক্যমত হয়ে জাতির সামনে শপথ গ্রহণ করতে না পারলে তিনি রাজনীতি ছেড়ে দেয়ারও আহ্বান জানান।

তিনি বলেন, ভিন্ন মত ও দল থাকবে, থাকতে পারে। কিন্তু দেশ ও জাতির স্বার্থে এই পাঁচ বিষয়ে ঐক্যমত হতে পারলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ হবে একটি শক্তিশালী জাতি ও রাষ্ট্র। প্রসঙ্গক্রমে তিনি বলেন, সিঙ্গাপুরের একটি প্রতিনিধি দল জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিসে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করতে আসেন। সেসময় তিনি জিজ্ঞেস করেছেন, ১৯৬৭ সালে স্বাধীন হয়ে এতো অল্প সময়ে কিভাবে সিঙ্গাপুর এতো সমৃদ্ধ হলো? প্রতিনিধি দলের একজন মুহূর্তে জবাব দিলেন, আমরা একজন সৎ যোগ্য ও দেশপ্রেমিক আদর্শিক নেতা পেয়েছি। যিনি আমাদের দেশকে সমৃদ্ধ করতে পেরেছেন।

ডা. তাহের বলেন, পক্ষান্তরে বাংলাদেশের জনগণ দেশ স্বাধীনের পর একজন দুর্নীতিবাজ নেতা পেয়েছে। সেজন্যই আমাদেরকে আজও সংগ্রাম করতে হয়। ১৯৪৭ সালে আমরা প্রথম স্বাধীন হয়েছি, তারপর ১৯৭১ সালে। কিন্তু জনগণ পূর্ণাঙ্গ স্বাধীনতা পায়নি বলেই ২০২৪ সালের ৩৬ জুলাই তথা ৫ আগস্ট ছাত্র-জনতা ফ্যাসিবাদের হাত থেকে জাতিকে স্বাধীনতা এনে দিয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলরুমে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী যথাক্রমে ড. আব্দুল মান্নান ও শামসুর রহমান, ঢাকা বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এস. এম কামাল উদ্দিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, পল্টন থানা আমীর শাহিন আহমেদ খান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম।

০০০০০০০০০

অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানান, কুড়িগ্রাম জেলার সোনাহাট স্থলবন্দরে অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সাথে যোগসাজশে আমদানিকৃত পাথর ও কয়লার পরিমাণ কম দেখিয়ে রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয় থেকে আজ মঙ্গলবার একটি এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম ভারত থেকে আগত পাথর ও কয়লা বোঝাই ট্রাকসমূহের গতিবিধি পর্যবেক্ষণ করে। পরবর্তীতে টিম স্থলবন্দরে অবস্থিত স্কেল মনিটরিং রুমে প্রবেশ করে আগত ট্রাকসমূহের পণ্য পরিমাপকরণ প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করে। এরপর স্থলবন্দর শুল্ক কার্যালয় হতে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়। নথিপত্রের প্রাথমিক পর্যালোচনায় অভিযোগের সত্যতা রয়েছে মর্মে প্রতীয়মান হয়।

এ ছাড়া টাঙ্গাইল পৌরসভায় ঔষধ ক্রয়ে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে টাঙ্গাইল পৌরসভার ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরের স্থানীয় সরকার বিভাগের পরিচালন বাজেটে আবর্তক অনুদান খাতের প্রাথমিক স্বাস্থ্য সেবা সহায়তা কাজের সংশ্লিষ্ট জনবল কাঠামো, ঔষধ ক্রয়ের বরাদ্দপত্র, বিল-ভাউচারাদি, মজুদ রেজিষ্টার, বিতরণ রেজিষ্টার, বিল উত্তোলন সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনা করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য গ্রহণ  করা হয়। দুদক টিম জানতে পারে, পৌরসভার প্রকৌশল বিভাগের তালিকাভুক্ত নির্মাণ ও সংস্কার কাজের জন্য ঠিকাদারের মাধ্যমে সরাসরি বাজার মূল্য দেখিয়ে ঔষধ ক্রয় করা হয়েছে উল্লেখ করে ২৭ লাখ টাকা বিল পরিশোধ দেখানো হয়েছে, অথচ স্বাস্থ্য বিষয়ে অভিজ্ঞদের এ প্রক্রিয়ায় সংযুক্ত রাখা হয়নি। 

এছাড়া অভিযানকালে ঔষধ বিতরণের গ্রহণযোগ্য রেকর্ডপত্র পাওয়া যায়নি। কিছু কিছু ক্ষেত্রে ঔষধের মূল্য বাজার মূল্য অপেক্ষা অধিক মূলে প্রাক্কলন করে পরিশোধ করা হয়েছে। সার্বিক বিবেচনায় এক্ষেত্রে রাষ্ট্রীয় অর্থের আত্মসাত করা হয়েছে বলে টিমের কাছে প্রাথমিক পর্যালোচনায় প্রতীয়মান হয়েছে।

এদিকে নোয়াখালী সদরের ১০ নং অশ্বদিয়া ইউনিয়ন পরিষদে সরকারের বরাদ্দকৃত টিআর, কাবিখা, কাবিটা, হতদরিদ্রের কর্মসংস্থান, ভিজিডি মাধ্যমে চাল বিতরণে অনিয়ম, হোল্ডিং ট্যাক্সের টাকা আত্মসাৎ, জন্ম-মৃত্যু নিবন্ধন সনদ, বিভিন্ন প্রত্যয়ন পত্র, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স প্রদানে অনৈতিক অর্থ গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

দুদক টিম ১০ নং অশ্বদিয়া ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে বিভিন্ন সেবাগ্রহীতাদের সাথে কথা বলে। এসময় চাল আত্মসাত সংক্রান্ত অভিযোগের সত্যতা রয়েছে বলে টিম প্রাথমিক প্রমাণ পায়। গত ৫ আগস্ট থেকে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অফিস না করা সত্ত্বেও ট্রেড লাইসেন্স ও নাগরিক সনদ বইয়ের খালি পাতায় নামবিহীন চেয়ারম্যানের অগ্রিম স্বাক্ষর পাওয়া যায়- যা সম্পূর্ণরূপে বিধিবহির্ভূত।

সবকটি অভিযানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদক টিম কমিশনের কাছে বিস্তারিত পৃথক প্রতিবেদন দাখিল করবে বলে দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০