নেত্রকোনা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য নেত্রকোনার হাওরাঞ্চলের মানুষের দোয়া চাইলেন দলটির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
আজ মঙ্গলবার বিকেলে জেলার হাওর উপজেলা মোহনগঞ্জ রেল স্টেশন সংলগ্ন মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের কাছে এ দোয়া চান তিনি।
লুৎফুজ্জামান বাবর বলেন, শুধুমাত্র আমি নই, পুরো দেশই এতোদিন জেল হাজতে বন্দি ছিল। দেশের মানুষের কোনো স্বাধীনতা ছিলো না। খুনি হাসিনার নির্দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার ছেলে কোকোর ওপর অস্বাভাবিক মানসিক নির্যাতন চালানো হয়েছিল। যার প্রভাবে কোকো মৃত্যুবরণ করে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেড় যুগ ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে তথ্য প্রকাশ করতে আমাকে অনেক চাপ দিয়েছে। এমনকি আমাকে অনেক নির্যাতনও করা হয়েছে। কিন্তু আমার ঈমানী শক্তির কারণে আমি কোনো মিথ্যা তথ্য প্রকাশ করিনি। আমি আপনাদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই। আপনাদের দোয়া ও ভোটে বিএনপি আবারো সরকার গঠন করবে বলে আমার বিশ্বাস।
বাবর বলেন, গত সাড়ে সতেরো বছর আমি কারাগারে ছিলাম। আপনাদের কাছে আমি আসতে পারিনি।
দ্রব্যমূল্যের উর্ধগতির কথা উল্লেখ করে তিনি আরো বলেন, আমি জানি দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি আপনাদেরকে চরম দুর্ভোগে ফেলেছে। আমরা আপনাদের সকল দুর্দশা দূর করতে চেষ্টা চালিয়ে যাব। ফ্যাসিস্ট সরকারের ভুল নীতির কারণে দেশে বেকারত্ব বেড়েছে। আমরা সরকার গঠন করলে বেকারত্ব নিরসনে গুরুত্ব সহকারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবো।
মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্ণায়েনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান এবং পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রব্বানী পুতুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, ময়মনসিংহ ৮ আসনের সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবীর শাহীন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আ খ ম শফিকুল হক, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মাহাবুবুন্নবী শেখ, জেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খান (ভিপি জাহাঙ্গীর), পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিহির গোস্বামী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি গোলাম এরশাদুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন জীবন, পৌর যুবদলের আহবায়ক জহিরুজ্জামান খান রনি এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক জামিউল ইসলাম রাকিব।