কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৪

কিশোরগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার করিমগঞ্জের কৃষক মনির মিয়া হত্যা মামলায় ১৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুর ১টায়  কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূরুল আমিন বিপ্লব ১৩ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- জেলার করিমগঞ্জ উপজেলার ভাটিয়া-মিরপাড়া গ্রামের মজিবুর রহমান (৬৫), তার ছেলে শামীম মিয়া (৪০), মো. আরিফ (৩১) ও আমিনুল (৩৭), ভাতিজা রাশিদ (৫৫), মজিবুরের ভাই হাবিবুর রহমান (৬৩), তার ছেলে মুখলেছ (৩২), কামরুল (২৯) ও রানা (২৫), ফাইজুল (৫০), তার ছেলে মনির (২৯), শাহীন (৪০) এবং হাদিস মিয়া (৫০)।

 নিহত মনির মিয়া একই এলাকার গ্রামের মৃত মো. গনি মিয়ার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জালাল উদ্দিন এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, জেলার করিমগঞ্জ উপজেলার ভাটিয়া-মীরপাড়া গ্রামের বাসিন্দা কৃষক মনির মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে তার চাচাতো ভাই ও অন্য আত্মীয়স্বজনের সঙ্গে বিরোধ ছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রায়ই  ঝগড়াঝাটি হতো।

২০২০ সালের ১০ এপ্রিল বিকেলে মজিবুর রহমানের নেতৃত্বে আসামিরা মনিরসহ আরো দুজনের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনজন আহত হয়। মনিরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিৎকাসাধীন অবস্থায় ১২ এপ্রিল মনির মারা যান ।

এ ঘটনায় মনিরের ছোটভাই আইন উদ্দিন বাদি হয়ে ১২ এপ্রিল রাতে ১৪ জনের নাম উল্লেখ করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ১৩ জন আসামির বিরুদ্ধে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন তৎকালীন করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন।

দীর্ঘদিন সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ ১৩ আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, যাদের নামে চার্জশিট দেওয়া হয়েছে, তাদের সবার সাজা হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০