ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম মৃধা ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ৯টি ব্যাংক হিসাবের টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আবেদনে বলা হয়েছে, মো. নজরুল ইসলাম মৃধার বিরুদ্ধে সরকারি চাকরিজীবী হয়ে নিজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান খুলে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তার স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসেবে লেনদেন ও সরকারি অর্থ রূপান্তর বা স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করার অভিযোগ তদন্তাধীন। তার অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে বিএফআইইউ থেকে প্রাপ্ত অভিযোগের অনুসন্ধান চলছে। তার নামে বিভিন্ন ব্যাংক হিসাবে অর্থ জমা রাখা ও লেনদেন সংঘটিত হয়েছে। তাই, নজরুল ইসলাম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।