সংস্কার শুধু রাষ্ট্র কাঠামোতে নয় মানুষের মনেও আনতে হবে: সেলিমা রহমান

বাসস
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪২
বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত প্রতিনিধি পরিষদ সভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। ছবি: বাসস

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, শুধু রাষ্ট্র কাঠামোতে নয়, মানুষের মনের ভিতরেও সংস্কার আনতে হবে। আর বর্তমান প্রজন্মের ভেতর- সেই সংস্কারের কাজটা শুরু করতে হবে শিক্ষকদেরকেই।

বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত প্রতিনিধি পরিষদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, একটা সময় ছাত্রলীগ শিক্ষকদের লাঞ্চিত করতো, শিক্ষকরা অপমানিত হতো। গতকাল শিক্ষার্থীদের পিকনিকের বাস ডাকাতির শিকার হয়। এ কাজগুলো করছে আওয়ামী লীগের দোসররা। তারা প্রতিবেশী একটি দেশের সহায়তায় আমাদের দেশে অরাজকতা তৈরি করছে। আমরা বুকের রক্ত দিয়েছি, সে রক্তের সম্মান তখনই দেওয়া হবে, যখন দেশ থেকে হানাহানি, রাহাজানি, সিন্ডিকেটের অবসান হবে।

তিনি বলেন, ‘এটা ভাষার মাস। আজ আমরা মন খুলে কথা বলতে পারছি। কিন্তু দীর্ঘ ১৭ বছর আমরা মুখ খুলে কথা বলতে পারিনি। সে সময় তারা (আওয়ামী লীগ) গুম, খুন, ধর্ষণসহ এমন কোনও অপকর্ম নেই যা করেনি। এর মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের মৌলিক নীতিবোধ নষ্ট করে দেওয়া হয়।’

বিএনপি’র স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘দেশে এখন ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি বেড়ে গেছে। পদত্যাগ করে পালিয়ে যাওয়া  একজন প্রধানমন্ত্রীর জন্য তার দলের নেতাকর্মীরা যে কর্মকাণ্ড ঘটাচ্ছেন, সে-সব কাজকর্মের জন্য আমি ধিক্কার জানাই। বর্তমানে কিশোর গ্যাংসহ সামাজিক পরিস্থিতির যে অবক্ষয় হয়েছে, তার থেকে উত্তরণ ঘটাতে পারবে শিক্ষকরাই।’

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নুরুজ্জামান আনসারির নভাপতিত্বে এ অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক কাজী আ কা ফজলুল হক ও মো. আবদুল্লাহ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০