আবদুল্লাহ আল নোমানের দাফন শুক্রবার চট্টগ্রামের গহিরায়

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৭
সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান। ফাইল ছবি

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানকে শুক্রবার বাদ আছর চট্টগ্রামে রাউজানের গহিরা হাই স্কুল মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নোমানের পুত্র সাঈদ আল নোমান জানিয়েছেন, তার পিতাকে আগামীকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের রাউজানে গহিরা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে আজ বৃহস্পতিবার বিকেলে মরহুম নোমানকে বহনকারী হেলিকপ্টারে করে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অবতরণ করে। তারপর লাশ কাজীর দেউরি ভিআইপি টাওয়ারের পার্কিং স্পেসে সর্বসাধারণের দেখার জন্য রাখা হয়েছে।

শুক্রবার সকাল ৮টায় নেয়া হবে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন। এরপর সকাল ৯টায় নিয়ে যাওয়া হবে নোমান প্রতিষ্ঠিত ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ক্যাম্পাসে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর বেলা ১১টায় কফিন আনা হবে চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ে। দুপুর ১টা পর্যন্ত দলের সর্বস্তরের নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাবেন।

শুক্রবার বাদ জুমা নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি রাউজানের গহিরায়। সেখানে বাদ আছর গহিরা হাই স্কুল মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০