জাহাজগুলোকে বহির্নোঙরে পণ্য বোঝাইয়ের ৭২ ঘন্টার মধ্যে চলে যাওয়ার নির্দেশ

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৭

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেলে আসা আমদানি পণ্য বড় জাহাজ থেকে লাইটার জাহাজে বোঝাইয়ের পর লাইটার জাহাজগুলোকে ৭২ ঘণ্টার মধ্যে বন্দরসীমানা ছেড়ে নির্ধারিত গন্তব্যে চলে যেতে নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই নির্দেশনা জারি করেছে বলে জানান বন্দরের সচিব ওমর ফারুক। 

বন্দরের উপ-সংরক্ষক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সব পণ্যের নির্বিঘ্নে সরবরাহ, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা ও নিরাপদ নৌ চলাচলের স্বার্থে মালামাল বোঝাই করার পর লাইটার জাহাজগুলোকে ৭২ ঘণ্টার মধ্যে বন্দরসীমানা ত্যাগ করার নির্দেশ দেওয়া গেল।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে লাইটার জাহাজে পণ্য বোঝাই করার পর লাইটার জাহাজগুলো যৌক্তিক কোনো কারণ ছাড়াই বন্দরসীমানার মধ্যে বিভিন্ন জায়গায় দিনের পর দিন পণ্য বোঝাই করার পর অবস্থান করেছে। যা পণ্য সরবরাহ ব্যবস্থায় ও সাধারণ জনগণের ওপর বিরূপ প্রভাব ফেলার পাশাপাশি বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করছে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভোক্তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। 

বিবৃতিতে বলা হয়, এভাবে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির চেষ্টা রাষ্ট্র ও জনস্বার্থ বিরোধী। ফলে জারিকৃত আদেশ অমান্য হলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন এবং আন্তর্জাতিক বন্দর ও জাহাজসুবিধা (আইএসপিএস) কোড অনুযায়ী প্রযোজ্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০