আগে জালিমের বিচার পরে নির্বাচন : অধ্যাপক মুজিবুর রহমান

বাসস
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৯
আজ কুমিল্লার ব্রাহ্মণপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ছবি: বাসস

কুমিল্লা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বিগত তিনটি নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। জালেম পালিয়েছে, জুলুম এখনও পালায় নাই। দেশের মানুষের উপর যারা জুলুম করেছে তাদের আগে বিচার হতে হবে। বিচারের আগে নির্বাচন হবে না। সংস্কার এবং বিচারের পরেই নির্বাচন হবে, তার আগে কোনো নির্বাচন হবে না।

তিনি আজ শুক্রবার দুপুরে জেলার ব্রাহ্মণপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

উপজেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের  সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা জামায়াতে আমির অধ্যাপক আব্দুল মতিন, বুড়িচং-ব্রাহ্মণপাড়া সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী আ্যাডভোকেট ড. মোবারক হোসেন, উত্তর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার,উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনিসুর রহমানের পরিচালনায় কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মুফতি আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আমিনুল ইসলাম, উত্তর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মো.আব্দুল বারি, ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, জামায়াত নেতা অধ্যাপক গিয়াস উদ্দিন, মুফতি আব্দুল কাইয়ুম মজুমদার, কুমিল্লা মহানগর জামায়াতের কর্ম পরিষদ সদস্য লুৎফর রহমান খান, অধ্যাপক রফিকুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির উত্তর জেলা সভাপতি সানাউল্লাহ রাসেল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০