কক্সবাজার, ১ মার্চ, ২০২৫ (বাসস) : গণমাধ্যমকর্মী নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়ায় কক্সবাজারের চকরিয়া থানার ওসি মনজুর আলম ভূঁইয়াকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এক প্রেস ব্রিফিং চলাকালে অভিযোগ জানানো হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এর সত্যতা যাচাই করার পর তিনি এই নির্দেশ দেন।
ভুক্তভোগী সাংবাদিক মনসুর আলম মুন্না সংবাদ সম্মেলনের এক পর্যায়ে কথা প্রসঙ্গে জানান যে, মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক করে থানায় নিয়ে ওসি মনজুর আলম ভুঁইয়া তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। তিনি এটিও জানান যে, চকরিয়া থানার ওসির বিরুদ্ধে এর বাইরেও বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী তাৎক্ষণিকভাবে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে ফোন করে এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা পাওয়া যায়।
এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ’কে ফোন করেন এবং অভিযুক্ত ওসিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন।