সিলেট, ১ মার্চ, ২০২৫ (বাসস) : দৈনিক যুগান্তর পত্রিকার রজত জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে রমজান মাসকে সামনে রেখে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
যুগান্তর স্বজন সমাবেশ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প এলাকায় হাওর ও সীমান্ত জনপদের সুবিধাবঞ্চিত একশ’ পরিবারের মধ্যে শুক্রবার বাদ জুম্মা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুল হাসেম প্রধান অতিথি হিসেবে সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রীর (চাল, ডাল, আলু, লবন, পেয়াজ, রসুন, সয়াবিন তৈল) ব্যাগ তুলে দেন।
এসময় প্রবীণ (অব.) শিক্ষক মো. মিসবাহ উদ্দিন, যুগান্তর স্বজন সমাবেশ সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট শাহ আলম তুলিপ, দ্য কান্ট্রি টুডের সিলেট ব্যুরো চিফ সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় শাখার দপ্তর সম্পাদক হাবিবা আক্তার, এশিয়ান টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এনামুল কবির মুন্না, দৈনিক যুগান্তরের জামালগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমানসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।