দুবাই প্রবাসীর হারানো পাসপোর্ট উদ্ধার করে ফিরিয়ে দিলো চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ

বাসস
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৯:৫৯
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ দুবাই প্রবাসীর হারানো পাসপোর্ট উদ্ধার করে তাকে ফিরিয়ে দিয়েছে। ছবি: বাসস

চট্টগ্রাম, ১ মার্চ, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক দুবাই প্রবাসীর হারানো পাসপোর্ট উদ্ধার করে আজ তাকে ফিরিয়ে দিয়েছে।

শনিবার বিকেলে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, পাসপোর্ট ফিরে পাওয়া ওই যাত্রীর নাম মো. তোফাজ্জল হোসেন। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা এবং দুবাই প্রবাসী। আজ দুপুরে তোফাজ্জলের হাতে হারানো পাসপোর্টটি তিনি ও সশস্ত্র নিরাপত্তা প্রহরী নজরুল ইসলাম ফিরিয়ে দিয়েছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, তোফাজ্জল বাবার মৃত্যুর পর জানাজায় অংশ নিতে গত ১৯ ফেব্রুয়ারি স্বল্প ছুটিতে দেশে আসেন। গতকাল ২৮ ফেব্রুয়ারি ইউএস-বাংলার ফ্লাইট-বিএস৩৪৩ যোগে দুবাই ফিরে যাওয়ার কথা ছিলো তার। কিন্তু তিনি পাসপোর্ট খুঁজে পাচ্ছিলেন না। ফলে বাতিল হয় তার ওইদিনের দুবাই যাত্রা।

এ বিষয়ে তোফাজ্জল বিমানবন্দরের নিরাপত্তা শাখায় যোগাযোগ করে জানান, গত ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরার সময় বিমানবন্দরে তিনি তার পাসপোর্ট হারিয়েছেন। পরবর্তীতে বিমানবন্দর কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ যাচাইসহ অন্যান্য আনুসাঙ্গিক তদন্ত ও যাচাই-বাছাই শেষে তার পাসপোর্টটি উদ্ধার করতে সক্ষম হয়। পরে তোফাজ্জলকে তার পাসপোর্টটি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০