মাহে রমজানকে স্বাগত জানিয়ে উত্তরায় জামায়াতের মিছিল 

বাসস
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০০:৪৫
ছবি: বাসস

ঢাকা (উত্তর), ১ মার্চ, ২০২৫ (বাসস) : মাহে রমজানকে স্বাগত জানিয়ে শনিবার উত্তরায় জামায়াতের মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির ও উত্তরা পশ্চিম অঞ্চলের পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা রমজান মাসের পবিত্রতা রক্ষা, দিনের বেলা হোটেল-রেস্তোরা বন্ধ, সকল ধরনের অশ্লীলতা-বেহায়াপনা থেকে বিরত থেকে সর্বোচ্চ তাকওয়া অর্জনের লক্ষ্যে রমজান মাসের সিয়াম সাধনা পালনের জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শিক্ষাবিদ অধ্যক্ষ আশরাফুল হক বলেন, পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারকে বিশেষ ভূমিকা রাখতে হবে। এক ধরনের অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি করা হয়, এতে মানুষের কষ্ট হয়। সরকারকে সিন্ডিকেট নিয়ন্ত্রণে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কোন অবস্থাতেই দ্রব্যমূল্য বৃদ্ধি করতে দেওয়া যাবে না। 

উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলমের সভাপতিত্বে ও মডেল থানা আমীর ইব্রাহিম খলিলের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমীর ও ১ নং ওয়ার্ডে জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী মাহফুজুর রহমান, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, তুরাগ দক্ষিণ থানা আমীর আবু বকর সিদ্দিক, এডভোকেট সুরুজ্জামানসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০