রমজান উপলক্ষে উত্তরায় জামায়াতের ন্যায্য মূল্যে পণ্য বিক্রি উদ্বোধন

বাসস
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৯:০২
উত্তরায় জামায়াতের ন্যায্য মূল্যে পণ্য বিক্রি উদ্বোধন। ছবি : বাসস

ঢাকা (উত্তর), ২ মার্চ, ২০২৫ (বাসস): রাজধানীর উত্তরায় রমজান মাস উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে ন্যায্য মূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ রোববার দুপুরে এই কার্যক্রম উদ্বোধন করেন।

রাজনৈতিক দলের নেতা-কর্মী হয়ে যারা চাঁদাবাজি করে, তারা মানবতার দুশমন উল্লেখ করে তিনি বলেন, ‘তারা কিছু রাজনৈতিক দলের গুন্ডা-পান্ডা। এরা মানবতা বিরোধী, মানবতার দুশমন।

রাজনীতির নামে জনগণের ভোগান্তি সৃষ্টি করার সমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিক দলের নেতাকর্মী হয়ে যারা চাঁদাবাজি করে তাদের চাইতে বড় মানবতার দুশমন আল্লাহর জমিনে আর নেই।

মহানগরী মজলিসে শুরা সদস্য ও উত্তরা মডেল থানা আমীর এডভোকেট মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক। উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের কমিশনার প্রার্থী মাহফুজুর রহমান, উত্তরা মডেল থানার নায়েবে আমীর হারুনুর রশীদ তারেক, তুরাগ মধ্য থানা নায়েবে আমীর কামরুল হাসান প্রমুখ।

রমজান মাসে যে ব্যবসায়ীরা ভোজ্যতেল বাজার থেকে সরিয়েছেন, যে ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়ানোর জন্য সিন্ডিকেট করে বসে আছেন—তাদেরকে আল্লাহর জাহান্নামের আগুনকে ভয় করার কথা স্মরণ করিয়ে দেন সেলিম উদ্দিন।

সিন্ডিকেটকারীদের মহানগরী আমীর সতর্ক করে বলেন, রোজাদারদের প্রতিটি নিঃশ্বাস গজব হয়ে নাজিল হবে। আল্লাহর গজবে অতল গহবরে চলে যাবেন। আল্লাহকে ভয় করুন।

তিনি বলেন, বাংলাদেশে কোনো জিনিসের উৎপাদন সংকট নেই। যেসব পণ্যে দাম বাড়ানো হচ্ছে-একটিরও উৎপাদনে সংকট নেই। আপনারা সিন্ডিকেট করে সংকট তৈরি করছেন।

মহানগরী আমীর বলেন, জামায়াতের কর্মীরা ত্যাগী, পরিশ্রমী ও সৎ। তারা আল্লাহকে খুশি করার জন্য যেকোন কষ্ট স্বীকার করে। জামায়াত মানুষের কষ্টের কথা চিন্তা করে পবিত্র রমজান মাসে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০