ঢাকা (উত্তর), ২ মার্চ, ২০২৫ (বাসস): বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ২ সহস্রাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার প্যাকেট বিতরণ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরের একটি মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঢাকা মহানগরী উত্তর আয়োজিত মাহে রমাদান উপলক্ষে শ্রমজীবী মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তর এর সভাপতি মাওলানা মো. মুহিব্বুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম।