বাংলাদেশে খাদ্য নিরাপত্তা জোরদারে সহায়তা করছে জাপান

বাসস
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৯:৪৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ২ মার্চ, ২০২৫ (বাসস) : জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশে ২০২৪ সালে ঘূর্ণিঝড় রেমাল ও টানা বন্যায় ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের খাদ্য নিরাপত্তা জোরদারে জাপান সরকারের ৫০০ মিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ৩.২ মিলিয়ন মার্কিন ডলার) অনুদানকে স্বাগত জানিয়েছে।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং বাংলাদেশে ডব্লিউএফপি প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর ডোমেনিকো স্কালপেলি একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন।

সাইদা তার বক্তব্যে আশা প্রকাশ করেন যে, প্রকল্পটি বন্যা ও ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে অবকাঠামো পুনর্বাসনে কাজ করবে।

তিনি আরও বলেন, ‘জীবন রক্ষাকারী সহায়তা ও পুনরুদ্ধার প্রচেষ্টা বৃদ্ধির জন্য এই প্রকল্পটি মৌলিক। জাপান টেকসই সমাধানের জন্য এ প্রকল্পে কাজ চালিয়ে যাবে এবং ডব্লিউএফপি’র মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সহযোগিতা করবে।’

প্রকল্পের অর্থ তাৎক্ষণিক খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তা টেকসই করে, এমন সম্পদ পুনঃনির্মাণের জন্য ব্যবহৃত হবে।

যেগুলো পুনঃনির্মাণ করা হবে সেগুলোর মধ্যে রয়েছে ঘূর্ণিঝড় রেমাল ও ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা, বাঁধ ও ছোট আকারের সেতু। ভয়াবহ ওই প্রাকৃতিক দুর্যোগগুলোতে সারা দেশে প্রায় ১ কোটি ৮০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এই অনুদান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর পাঁচ লাখ মানুষ উপকৃত হবেন। জেলাগুলো হচ্ছে- খুলনা, সাতক্ষীরা, কুমিল্লা, বরগুনা, মৌলভীবাজার ও কুড়িগ্রাম।

স্কালপেলি বলেন, ‘ক্ষতিগ্রস্ত অবকাঠামো স্থানীয় বাসিন্দাদের বাজার ও প্রয়োজনীয় পরিষেবাগুলোতে প্রবেশাধিকার ও প্রাপ্যতা ব্যাহত করেছে, পুনরুদ্ধারকে মন্থর করে দিয়েছে এবং মানুষের খাদ্য নিরাপত্তাতেও প্রভাব ফেলেছে। তাদের খাদ্য নিরাপত্তায় সহায়তা প্রদান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনঃনির্মাণের মাধ্যমে আমরা তাৎক্ষণিক পুনরুদ্ধারে সহায়তা করব।’

ঘূর্ণিঝড় রেমাল এবং সিলেট, যমুনা অববাহিকা ও পূর্বাঞ্চলে বন্যার পর ডব্লিউএফপি বাংলাদেশের ১২টি বন্যা-কবলিত জেলার প্রায় ১৫০,০০০ পরিবারকে তাৎক্ষণিক সহায়তা প্রদান করেছে।

গত সেপ্টেম্বর থেকে ইউএনএইচসিআর ও ইউএনআইসিইএফ-এর জাপান মাধ্যমে বন্যাদুর্গত এলাকায় ১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সহায়তা প্রদান করেছে এবং বাংলাদেশের পূর্বাঞ্চলে জরুরি ত্রাণ প্রদানের জন্য একটি কর্মসূচি শুরু করতে জাপানি এনজিওগুলোর একটি প্ল্যাটফর্ম, জাপান প্ল্যাটফর্মকে ২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের জরুরি মানবিক সহায়তা প্রদান করেছে। তা ছাড়া, ঢাকার জাপানি বাণিজ্য ও শিল্প সমিতি এবং ঢাকার জাপানি সমিতি বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোকে সহায়তা করার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে মোট ২০০,০০০ টাকা অনুদান দিয়েছে।

বন্যা মোকাবিলা ও পুনরুদ্ধারের জন্য জাপান এই সপ্তাহে আইওএম-এর সঙ্গে ৩.২ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০