এ বছর বইমেলায় লিগ্যাল এইড তথ্য ও সেবা পেয়েছেন ২,১৯২ জন

বাসস
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৩:৫৯
ফাইল ছবি

ঢাকা, ৩ মার্চ, ২০২৫ (বাসস) : অমর একুশে বইমেলা-২০২৫ এ বাংলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা সংস্থার স্টলে (স্টল নং- ১০৮৯-১০৯০) মোট ২১৯২ জন পাঠক ও দর্শনার্থীকে সরকারি আইনগত সহায়তা সম্পর্কে বিভিন্ন তথ্য ও সেবা দেয়া হয়েছে।

এ বিষয়ে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। 

এতে আরো বলা হয়েছে, সরকারি আইনগত সহায়তা সম্পর্কে জনগণকে সচেতন করতে এবং এই কার্যক্রমের প্রচার ও প্রসারে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এ বছর প্রথম বারের মতো অমর একুশে বইমেলায় অংশগ্রহণ করে এই সেবা প্রদান করেছে।

মাসব্যাপী আয়োজিত এ বইমেলায় আগত বিপুল সংখ্যক পাঠক ও দর্শনার্থীর মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ), ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটির বিজ্ঞ প্যানেল আইনজীবীগণ প্রতিদিন মেলায় উপস্থিত থেকে পর্যায়ক্রমে স্টলে আগত দর্শনার্থীদেরকে বিভিন্ন আইনগত তথ্য প্রদান করেছেন।

সরকারি আইনগত সহায়তা (লিগ্যাল এইড) প্রদান কার্যক্রম সংক্রান্ত তথ্য, প্রচার ও প্রচারণার উদ্দেশ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার স্টল হতে সংস্থা কর্তৃক প্রকাশিত পোস্টার, স্টিকার, প্যামফ্লেট, বহুল জিজ্ঞাসিত প্রশ্ন, লিফলেট, ব্রোশিয়ার ও অন্যান্য প্রকাশনাসমূহ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

এছাড়াও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের  লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত আইন বিষয়ক জার্নাল ও গুরুত্বপূর্ণ প্রকাশনাসমূহ স্টলে প্রদর্শন করা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা আইন ও বিচার বিভাগের অধীনে একটি সংবিধিবদ্ধ সংস্থা। আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠীকে আইনগত সহায়তা (লিগ্যাল এইড) প্রদানকল্পে ২০০০ সালে ‘আইনগত সহায়তা প্রদান আইন’ প্রণয়ন করা হয়।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ৬৪টি জেলায় লিগ্যাল এইড অফিস, সুপ্রীম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রামে স্থাপিত শ্রমিক আইন সহায়তা সেল এর মাধ্যমে সারাদেশে সরকারি খরচে আইনগত সেবা প্রদান করছে। একই সাথে দেশের সকল শ্রেণীর মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠাকে গুরুত্বারোপ করে সম্পূর্ণ বিনামূল্যে জাতীয় লিগ্যাল এইড হেল্পলাইন ‘১৬৪৩০’ (টোল ফ্রি) কলসেন্টারের মাধ্যমে আইনত তথ্য ও পরামর্শ সেবা প্রদান করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০