নাশকতার মামলায় ডা. জাহিদ-জয়নুলসহ বিএনপির ২৩০ নেতাকর্মীকে অব্যাহতি

বাসস
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১৫:৩২ আপডেট: : ০৪ মার্চ ২০২৫, ১৬:০১

ঢাকা, ৪ মার্চ, ২০২৫ (বাসস) : গাড়ি ভাঙচুর ও ট্রাফিক বক্সে হামলার অভিযোগে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নুল আবেদীনসহ বিএনপির ২৩০ জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার একটি আদালত।

গত ২৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের অব্যাহতি প্রদান করেন।

আজ রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো.জিন্নাত বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন-বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিবুন্নবী খান সোহেল, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস, সেক্রেটারি সুলতানা আহম্মেদ ও মহিলা দলের নেত্রী শিরিন সুলতানা।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি মামলাটি করে পুলিশ। রমনা থানার উপ-পরিদর্শক এস এম খায়রুল বাশার বাদী হয়ে মামলাটি করেন। চলতি বছরের ২ ফেব্রুয়ারি ডাঃ এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপির ২৩০ নেতা কর্মীকে অব্যাহতির সুপারিশ করে আদালতে দণ্ডবিধি ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুইটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক আবু হানিফ। গত ২৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান দণ্ডবিধি আইনের  অংশটি গ্রহণ করে ডাঃ জাহিদ-জয়নুলসহ ২৩০ জনকে অব্যাহতি প্রদান করেন। 

এছাড়া বিশেষ ক্ষমতা আইনের অংশটি বিচারের জন্য ঢাকা মহানগর আদালতে বদলির আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০