ঢাকা, ৪ মার্চ, ২০২৫ (বাসস) : রাজধানীর রমনা থানা এলাকা থেকে ৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মো. বাপ্পী মল্লিক (৩৭) ও মো. রুবেল মিয়া (৩৫)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২০৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি-গুলশান বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে রমনা থানাধীন বেইলি রোডের বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।