অবিলম্বে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নিন: মজিবুর রহমান মঞ্জু 

বাসস
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১৯:৫৯
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি: বাসস

ঢাকা, ৪ মার্চ, ২০২৫ (বাসস): আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, রমজান শুরুর আগেই আমরা ঢাকা শহরের যানজট নিরসনে সরকারকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। 

এবি পার্টি’র উদ্যোগে আয়োজিত মাসব্যাপী গণইফতারের আজ তৃতীয় দিনে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
 
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, দ্রুত যানজট নিরসনে পদক্ষেপ নিন, রোজাদারদের জীবন যাত্রা সহজ করুন। 

মজিবুর রহমান মঞ্জু আরো বলেন, যানজট নিরসনে আমরা এখনো কার্যকর কোন পদক্ষেপ দেখতে পাচ্ছি না। 

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় আজকের গণ-ইফতার কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য ও চরমোনাই পীর সাহেবের উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন। 

এ সময় আরও বক্তব্য রাখেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। 

মজিবুর রহমান মঞ্জু উপস্থিত মেহনতি মানুষের উদ্দেশ্যে বলেন, আমাদের প্রত্যেকের অবস্থার উন্নতির জন্য প্রচেষ্টা চালাতে হবে। এখানে উপস্থিত অনেকেই গতবারও ইফতার করেছেন, এবারও করছেন। একই অবস্থায় থেকে গেলে হবে না। আমাদের মনে রাখতে হবে, যারা নিজের ভাগ্যের পরিবর্তন নিজে করতে চায় না, আল্লাহ তায়ালাও তাদের ভাগ্য পরিবর্তন করেন না। 

তিনি উপস্থিত সবাইকে ভালো কাজের প্রতি উৎসাহ দিয়ে বলেন, আজ থেকে আমরা সবাই যেন নিজ উদ্যোগে ভালো কাজ করি। 

গণ-ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, শাহাদাতুল্লাহ টুটুল, মহানগর দক্ষিণের যুগ্ম-আহ্বায়ক আব্দুল হালিম খোকন, উত্তরের সদস্য সচিব সেলিম খান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সুলতানা রাজিয়া ও মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব আহমাদ বারকাজ নাসিরসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০