চাঁদাবাজির মামলায় তারেক রহমানের পিএস অপুকে অব্যাহতি

বাসস
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১১:৫৭
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পিএস মিয়া নূরউদ্দিন অপু। ছবি: সংগৃহীত

ঢাকা, ৫ মার্চ, ২০২৫ (বাসস): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী (পিএস) মিয়া নূরউদ্দিন অপুকে ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দায়ের করা চাঁদাবাজির অভিযোগে করা মামলায় অব্যাহতি দিয়েছেন ঢাকার একটি আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে মঙ্গলবার মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন তার আইনজীবী অব্যাহতি চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন করতে শুনানি করেন। শুনানি শেষে অভিযোগ গঠন করার মতো কোন উপাদান না থাকায় আদালত তাকে মামলার দায় হতে অব্যাহতি প্রদান করেন।

মিয়া নূরউদ্দিন অপু ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের একটি আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন।

২০০৭ সালের ৮ মার্চ তারেক রহমান এবং তার পিএস মিয়া নূরউদ্দিন অপুকে আসামি করে এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনে গুলশান থানায় এ মামলা করা হয়। এরপর ২০২৪ সালের ২৩ অক্টোবর চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে গুলশান থানার এ মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরে গত ৫ জানুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের এ রায় বহাল রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০