শিল্পের কার্বন নির্গমন হ্রাসের প্রচেষ্টা সরকারি নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে

বাসস
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৬:১৩
ব্র্যাক ইউনিভার্সিটির ‘এক্সপ্লোরিং বাংলাদেশ’স গ্রিন ট্রানজিশন: ডিকার্বনাইজেশন ইন দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি’ শীর্ষক এক পরামর্শমূলক সভায় বক্তারা । ছবি : বাসস

ঢাকা, ৫ মার্চ, ২০২৫(বাসস) : ফার্মাসিউটিক্যাল শিল্পে ডিকার্বনাইজেশন প্রচেষ্টা বাংলাদেশের বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিল্পের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে কার্বন নির্গমন হ্রাসের প্রচেষ্টা অবশ্যই সরকারি নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

সম্প্রতি বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটির ‘এক্সপ্লোরিং বাংলাদেশ’স গ্রিন ট্রানজিশন: ডিকার্বনাইজেশন ইন দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি’ শীর্ষক এক পরামর্শমূলক সভায় বক্তারা এসব কথা বলেন।

তারা বলেন, নবায়নযোগ্য শক্তির গ্রহণযোগ্যতার গুরুত্ব নিয়ে কাজ করতে হবে। টেকসই ভবিষ্যৎ গড়তে সম্মিলিত পদক্ষেপের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তারা। 

বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্পে ডিকার্বনাইজেশন ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও শিল্পের টেকসই রূপান্তরের চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং করণীয় বিষয়গুলো নিয়েও তারা আলোচনা করেন।

বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির প্রধান ক্যাস্পাসে অনুষ্ঠিত সভায় ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও গবেষকরা অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. অতনু রব্বানি, পূর্ববর্তী একটি জ্বালানি রূপান্তর প্রকল্পের গবেষণা ফলাফল উপস্থাপন করেন। 

ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব ফার্মেসি, ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ (জেপিজিএসপিএইচ), সেন্টার ফর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট (সিইডি) এবং বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের যৌথ উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, বাংলাদেশের ঔষধ শিল্পকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও জ্বালানি সাশ্রয়ী উৎপাদন পদ্ধতি গ্রহণ করতে হবে।

প্রধান গবেষক ড. রাঈদ জমিরউদ্দিন প্রকল্প সমন্বয়ক আমাল চৌধুরী আরএক্স-আরইটি প্রকল্পের আওতায় ঔষধ শিল্পে নবায়নযোগ্য শক্তির কার্যকর ব্যবহার এবং কার্বন নির্গমন হ্রাসের বাস্তবসম্মত কৌশল নির্ধারণ বিষয়ক গবেষণার কাঠামো, গবেষণা পদ্ধতি এবং সম্ভাব্য কার্যকর উদ্যোগগুলো তুলে ধরেন।

সভায় উদ্বোধনী বক্তৃতা করেন আরএক্স-আরইটি গবেষণা প্রকল্পের প্রধান গবেষক ও ব্র্যাক ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. রাঈদ জমিরউদ্দিন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০