ঢাকা, ৫ মার্চ, ২০২৫ (বাসস) : র্যাব-৪ সাঁড়াশি অভিযান পরিচালনা করে রাজধানীর পল্লবী এলাকা হতে আলোচিত কিশোর গ্যাং কুখ্যাত ‘ভইরা দে গ্রুপ’র সদস্য মো. রাব্বি ওরফে কানা রাব্বিকে (২১) গ্রেফতার করেছে।
কিশোর গ্যাং বিভিন্ন ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজী, ছিনতাই, ইভটিজিং, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত।
র্যাব সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর পল্লবী এলাকা হতে মো. রাব্বিকে গ্রেফতার করা হয়।
কিশোর গ্যাং ‘ভইরা দে গ্রুপে’ ২০-২৫ জন সক্রিয় সদস্য রয়েছে। এই গ্যাংয়ের সদস্যরা পল্লবী থানাধীন কালশীসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
রাব্বির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।