পিআইবিতে বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৪:১৩
পিআইবি’র উদ্যোগে মোবাইল সাংবাদিকতা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ছবি : বাসস

ঢাকা, ৬ মার্চ, ২০২৫ (বাসস) : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সংবাদদাতাদের জন্য মোবাইল সাংবাদিকতা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

আজ সকাল সাড়ে ৯টায় রাজধানীর পিআইবি সেমিনার কক্ষে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

পিআইবির মহাপরিচালক কর্মশালা উদ্বোধনকালে তার বক্তব্যে বলেন,  মিথ্যা এখন মহামারীর মতো ছড়িয়ে পড়েছে, তাই সত্য-মিথ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। এক্ষেত্রে সাংবাদিকদের বড় দায়িত্ব রয়েছে মূল তথ্য তুলে ধরার। 

গত ১৫ বছরে সাংবাদিকতাকে ভূলুণ্ঠিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের যথাযথ মর্যাদা ফিরিয়ে আনতে সবাইকে কাজ করতে হবে।

পিআইবি সূত্রে জানা যায়, সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলমান এ কর্মশালায় দুই বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। 

প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম।

প্রশিক্ষণে সাংবাদিকদের মোবাইল ডিভাইস ব্যবহার করে প্রতিবেদন তৈরির কৌশল, মক সেশন, ব্যবহারিক ক্লাসসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা বহুমুখী প্ল্যাটফর্মে প্রতিবেদন তৈরি ও পরিবেশনে পারদর্শিতা অর্জন করবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

কর্মশালা চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০