রংপুরে সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৫:৪২
সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। ছবি : বাসস

রংপুর, ৬ মার্চ ২০২৫ (বাসস) : আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার আত্মগোপনে থাকা অবস্থায় রংপুরে গ্রেফতার হয়েছেন।

বুধবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে জেলা শহরের নিউ সেনপাড়া এলাকার একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মেট্রোপলিটন পুলিশ।

গ্রেফতারের বিষয়টি আজ বৃহস্পতিবার নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মো. মজিদ আলী।

আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে অবৈধ অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগে তিনটি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ কমিশনারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আফতাব উদ্দিন সরকার আত্মীয়ের বাসায় আত্মগোপন ছিলেন। তাকে গ্রেফতার করে কড়া নিরাপত্তায় থানায় নিয়ে যাওয়া হয়। অভিযানে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পুলিশ কমিশনার সাংবাদিকদের জানিয়েছেন, আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে তিনটি মামলা তদন্তাধীন। এসব মামলার মধ্যে একটি রংপুরে রয়েছে এবং তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০