৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৬:৩৭

কক্সবাজার, ৬ মার্চ, ২০২৫ (বাসস) : কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ধরে নিয়ে যাওয়ার ১৯ ঘণ্টা পর ৬টি ট্রলারসহ বাংলাদেশের ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী। তবে জেলেদের ট্রলারে থাকা মাছ, তেল, জাল ও খাদ্য সামগ্রী রেখে দিয়েছে তারা।

আজ সকাল সাড়ে আটটার দিকে সেন্টমার্টিনের দক্ষিণে ১ হাজার ১৫ কিলোমিটার দূরে মিয়ানমার জলসীমানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান।

তিনি বলেন, স্থানীয় জেলে ও ট্রলার মালিক সমিতির লোকজন ছয়টি ট্রলার ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বেলা সাড়ে ১১টার দিকে শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ঘাটে এসে নোঙর করেছে ট্রলারগুলো।  তবে ট্রলারের ১০-১২ লাখ টাকার রুপচান্দা, ইলিশ, তেল, জাল ও খাদ্য সামগ্রী কেড়ে নিয়েছে। কয়েকজন জেলেকে মারধরও করা হয়েছে।

ট্রলারগুলোর মালিকরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা বশির আহমদ, মো. আমিন, নুরুল আমিন, আবদুর রহিম ও মো. শফিক।

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বাসসকে বলেন, ‘মিয়ানমারের নৌবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পর তারা জেলেদের ছেড়ে দিয়েছেন।’

এর আগে, বুধবার দুপুর ১টার দিকে সেন্টমার্টিনের দক্ষিণে অদূরে বঙ্গোপসাগর থেকে ট্রলারগুলো ধরে নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনী। এরপর থেকে তাদের কোনও খোঁজখবর পাওয়া যায়নি।

ফেরত আসা ট্রলারের কয়েকজন জেলে বলেন, মাছ ধরার সময় হঠাৎ অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের ছয়টি ট্রলারসহ ৫৬ জন জেলেকে নৌবাহিনীর জাহাজের কাছে নিয়ে যাওয়া হয়। এ সময় কয়েকজন জেলেকে মারধর করা হয়। ধরে নেওয়া লোকজন মিয়ানমারের নৌবাহিনীর সদস্য।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারা (জেলেরা) বর্তমানে শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ঘাটে অবস্থান করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০