এমআইএসটিতে জাতীয় প্রযুক্তি উৎসব 

বাসস
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৩:২১
ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ মার্চ, ২০২৫ (বাসস) : মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে আজ থেকে শুরু হয়েছে জাতীয় প্রযুক্তি উৎসব ‘উদ্ভাবক ৪.১’ ২০২৫। 

এমআইএসটি ইনোভেশন ক্লাবের উদ্যোগে এবং গবেষণা ও উন্নয়ন শাখার তত্ত্বাবধানে আয়োজিত দুইদিনব্যাপী উৎসবের মূল লক্ষ্য হলো চতুর্থ শিল্প বিপ্লবের অগ্রযাত্রাকে ত্বরান্বিত, উদ্ভাবনী নকশা ও প্রযুক্তিকে তুলে ধরা এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে উৎসাহিত করা।

জাতীয় পর্যায়ের এই প্রযুক্তি উৎসবে দেশের মোট ৩৭টি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন, যা প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ ও প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

দুইদিনে মোট চারটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে-হ্যাকাথন, ‘লিড দি ফিউচার’, ‘ইউজার ইন্টারফেস ডিজাইন কম্পিটিশন’ এবং ‘প্রজেক্ট শোকেসিং’।

উৎসবের প্রথম দিনে অনুষ্ঠিত হ্যাকাথন-এ ২৪টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন, যেখানে তারা বিভিন্ন উদ্ভাবনী সমস্যা সমাধানে নিজেদের প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শন করেছেন।

আগামীকাল উৎসবের দ্বিতীয় দিনে, অনুষ্ঠিত হবে লিড দি ফিউচার, ইউজার ইন্টারফেস ডিজাইন কম্পিটিশন এবং প্রজেক্ট শোকেসিং। এরমধ্যে ‘লিড দ্য ফিউচার’ প্রতিযোগিতায় ১৮টি বিশ্ববিদ্যালয়ের ১৫৩ জন প্রতিযোগী, ‘ইউজার ইন্টারফেস ডিজাইন কম্পিটিশন’-এ৭টি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন প্রতিযোগী, এবং প্রজেক্ট শোকেসিং-এ ১৪টি বিশ্ববিদ্যালয়ের ১০৮ জন প্রতিযোগী অংশ নেবেন।

তরুণ উদ্ভাবকদের জন্য প্রযুক্তির জগতে নতুন দ্বার উন্মোচনের প্রত্যয়ে আয়োজিত ‘উদ্ভাবক ৪.১’ ২০২৫ নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের এক অনন্য মঞ্চ হিসেবে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০