ঢাকা, ৮ মার্চ, ২০২৫ (বাসস) : ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-মোহাম্মদপুর’ জানিয়েছে যে সংগঠনটির ব্যানারে এর কোনো সদস্য ব্যক্তিগতভাবে কোনো অপকর্মে লিপ্ত হলে তার সম্পূর্ণ দায়ভার তাকেই বহন করতে হবে, কখনোই কোনো ব্যক্তির ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন গ্রহণ করবে না।
সংগঠনটির মুখপাত্র মো. ফেরদৌস হোসেন সোহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
এতে বলা হয়, আমরা ন্যায়বিচার ও শুদ্ধ সংস্কৃতিতে বিশ্বাস করি এবং অপকর্মের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে থাকব। যদি কেউ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-মোহাম্মদপুর’ এর আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করে, তবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এতে আরো বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং দায়মুক্তির সংস্কৃতিকে সমর্থন করে না। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ একটি অরাজনৈতিক ব্যানার, এটি কোনো রাজনৈতিক ব্যানার নয়।