নারীর জন্য সমান অধিকার দাবি করেছে সামাজিক প্রতিরোধ কমিটি

বাসস
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ২০:৪০
ছবি : বাসস

ঢাকা, ৮ মার্চ, ২০২৫ (বাসস) : নারী, মানবাধিকার ও উন্নয়ন সংস্থার ৬৭টি সংগঠনের সমন্বয়ে গঠিত সামাজিক প্রতিরোধ কমিটি সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াসহ সকল ক্ষেত্রে নারীর জন্য সমান অধিকার দাবি করেছে।

আজ শনিবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় তারা এই দাবি জানান। ‘সকল নারী ও মেয়েদের জন্য অধিকার, সমতা ও ক্ষমতায়ন’ স্লোগানকে সামনে রেখে সামাজিক প্রতিরোধ কমিটি আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা দেশব্যাপী সমান অধিকার, যথাযথ সম্মানের সাথে সুযোগ, সামাজিক ও লিঙ্গ বৈষম্যদূরীকরণ ও নারীর ক্ষমতায়নের জন্য ন্যায়বিচারের দাবি জানান।

আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে নারী অধিকার কর্মী নীলুফা বেগম বলেন, ‘আমাদের দেশে নারীরা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। আমি নারীর জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করার জন্য সকল স্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘গত বছরের জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারীরা, বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। জুলাইয়ের আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ 

নীলুফার বেগম বলেন, ‘নারীদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতে হবে। কারণ তারা উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সমানভাবে অবদান রাখছে।’

সভাপতির বক্তব্যে ড. ফৌজিয়া বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে নারীদের সুষ্ঠু ও নিরাপদ চলাচলের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন,‘এখান থেকে আমরা ঘোষণা করতে চাই যে,আমরা এই সামাজিক পরিবেশ পরিবর্তন করব এবং আমাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করব। আমরা কোনও নির্যাতন ও বৈষম্যের কাছে মাথা নত করব না।’

পরে তারা ১৪ দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে; নারীর জন্য সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা, দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য বৈষম্যবিরোধী আইন প্রণয়ন করা, নারী ও গৃহকর্মীদের গৃহস্থালির কাজের স্বীকৃতি প্রদান, জাতীয় সংসদে নারীর জন্য সংরক্ষিত আসন বৃদ্ধি ও সংরক্ষিত আসনের জন্য সরাসরি নির্বাচন ব্যবস্থা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করা, জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৯০ নম্বর ধারা বাস্তবায়ন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ বাস্তবায়ন, অভিবাসী নারী শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা, বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইন, ২০১৭ থেকে মেয়েদের বিবাহের বয়স সম্পর্কিত ধারা সংশোধন করা এবং নারীর জন্য সমান মজুরি নিশ্চিত করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০