রাজধানীর কোতয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ১২ জন গ্রেফতার 

বাসস
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০০:৪১ আপডেট: : ০৯ মার্চ ২০২৫, ০৯:২৪

ঢাকা, ৮ মার্চ, ২০২৫ (বাসস) : অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ।

আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

কোতয়ালি থানা সূত্রে জানা গেছে, শুক্রবার কোতয়ালী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মো. মোস্তফা ওরফে আকাশ (২২), মো. বিল্লাল হোসেন (২০), রিয়াজ মাহমুদ (২১), মো. রিপন মিয়া (২২), মো. শামিম মোল্লা (২৩), মো. টুকু মিয়া (৫২), মো. সোহেল (২৫), মো. শামিউল খান (৪৮), মো. টিপু (২৯), মো. সুজন সরদার (৪২), মো. সোহেল শেখ (২৮) ও  মো. মজিবর হাওলাদার (৪৬)।

কোতোয়ালি থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদককারবারী, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। 

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০