ঢাকা, ১৬ মার্চ, ২০২৫ (বাসস): ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল যৌথ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স।
আজ এক সাংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়ে বলা হয়, আগামীকাল সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এদিকে কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ রোববার বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর এক প্রস্তুতি সভা বাসস এমপ্লয়িজ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর সভাপতি মো. আলমগীর হোসেন খান এবং সভা পরিচালনা করেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের মহাসচিব মো: খায়রুল ইসলাম।
মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি সাফল্য করার লক্ষ্যে সকল ইউনিয়নের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।